বাগেরহাটের চিতলমারীতে ডিজিটাল কনটেন্ট ডেভলপমেন্ট বিষয়ক ইন হাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
চরডাকাতিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে ৪ দিন ব্যাপী এ ডিজিটাল কনটেন্ট বিষয়ক ইন হাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। রবিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় প্রশিক্ষণের সমাপনী দিনে আনুষ্ঠানিকভাবে কৃতি প্রশিক্ষনার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি অশোক কুমার বড়াল। সমাপনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র ম-ল, প্রশিক্ষক পরিমল মন্ডল প্রমুখ।