বাগেরহাটের চিতলমারীর চরবানিয়ারী ইউনিয়নের গরিবপুর গ্রাম ও তার আশ-পাশের তিন শতাধিক পরিবারে বিশুদ্ধ খাবার পানির দায়িত্ব নিয়েছে বেসরকারী উন্নয়ন সংস্থা বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩ টায় গরীবপুর মাধ্যমিক বিদ্যালয়ে সংস্থার উদ্যোগে নির্মিত অত্যাধুনিক পুকুর ফিল্টার পরিদর্শন ও স্থানীয় উপকার ভোগীদের সাথে মত বিনিময় করেণ বন্ধু ফাউন্ডেশনের উদ্ধতন কর্মকর্তাবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন বন্ধু ফাউন্ডেশনে প্রোগ্রাম ম্যানেজার ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান, প্রজেক্ট কোঅর্ডিনেটর ইঞ্জিনিয়র মোস্তাফিজুর রহমান, ডিজিএম অতনু কুমার সাহা, এ্যাডমিন মুসফিকুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান মুকুল কৃষ্ণ মন্ডল, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ভদ্রকান্ত বিশ্বাস, প্রধান শিক্ষক কিশোর কুমার বালা প্রমুখ।