বাগেরহাটের চিতলমারীতে কলাতলা ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী মেশকাত আহম্মেদ। ঈদের আগের দিন বিকালে কুনিয়ায় তাঁর নিজ বাড়িতে অনুষ্ঠিত ইফতার দোয়া অনুষ্ঠান শেষে কলাতলা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেণ। এ সময় উপস্থিত ছিলেন চিতলমারী থানা অফিসার ইনচার্জ (ওসি) এ এইচ এম কামরুজ্জামান, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক শেখ নজরুল ইসলাম, বড়বাড়িয়া ইউপি চেয়ারম্যান মাসুদ সর্দার, হিজলা ইউপি চেয়ারম্যান কাজী আবু শাহীন, কলাতলার সাবেক ইউপি চেয়ারম্যান শিকদার মতিয়ারসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগি ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ।