বাগেরহাটের চিতলমারীতে বই উৎসবের মাধ্যমে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত প্রাথমিক স্তরের ১৩ হাজার কচি-কাঁচা শিক্ষার্থী। আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উৎসবে মেতেছে উপজেলার ১১১ টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ২৭ টি কিন্ডার গার্টেনের শিক্ষার্থীরা।
সোমবার (১ জানুয়ার) সকাল ১০ টা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে একে ফায়জুল হক সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে আনুষ্ঠানিক ভাবে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে উপজেলা ব্যপী বই উৎসবের শুভ উদ্বোধন করা হয়।
বই উৎসবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসমত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল।
এ সময় বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ ইকরাম হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, সরকারী বঙ্গবন্ধু মহিলা কলেজের অধ্যক্ষ বাবুল মিয়া, সহকারী শিক্ষা কর্মকর্তা তপন কুমার দেবনাথ, মানস তালুকদার, আরিফুজ্জামান, প্রধান শিক্ষক মোহিতুল ইসলাম প্রমুখ। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিবাকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।