বাগেরহাটের চিতলমারীতে সর্বোত্তম গ্রাহক সেবা নিশ্চিত করণের লক্ষে স্থানান্তরিত নতুন ভবনে সোনালী ব্যাংকের ব্যাকিং কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ মে) সকাল ৯ টায় শহীদ মিনার রোডের মাইশা প্লাজায় অতিথিরা আনুষ্ঠানিক ভাবে ফিতা ও কেক কেটে নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় বাগেরহাট ডেপুটি জেনারেল ম্যানেজার শেখ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা অফিসের জেনারেল ম্যানেজার শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়জুন্নেছা, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল হোসেন খান, ওসি এ এইচ এম কামরুজ্জামান খান, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার বিকাশ কুমার ব্যানার্জী প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক চিতলমারী শাখার ম্যানেজার বিকাশ চন্দ্র হালদার, ইউপি চেয়ারম্যান অর্চনা বড়াল ঝর্ণা, মাসুদ সর্দার, মাইশা প্লাজার স্বত্ত্বাধিকারী ও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোকবুল হোসেন মুন্সীসহ ব্যাংকের কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের গ্রাহকবৃন্দ।