চিতলমারী প্রতিনিধি :: বাগেরহাটের চিতলমারীতে পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে সীরাতুন নবী (সাঃ) ও না’তে রাসূল সংগীত সমাহার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় নবগঠিত চিতলমারী শিল্পকলা একাডেমীর উদ্যোগে আলিয়া মাদ্রাসার সেমিনার হলে স্বাস্থ্যবিধি মেনে এ না’তে রাসূল সংগীত সমাহারের আয়োজন করা হয়।
এ সময় চিতলমারী ইসলামী শিল্পকলা একাডেমীর সভাপতি ও আলিয়া মাদ্রাসার সুপার মাওলানা ইদ্রিসুর রহমানের সভাপতিত্বে ও সরকারী এস এম মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ হাফিজুর রহমানের সঞ্চালণায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী দারুল উলুম কওমিয়া মাদ্রাসার মুহাতামিম আলহাজ্ব মাওলানা আব্দুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন চিতলমারী থানা অফিসার ইনচার্জ মীর শরিফুল হক। আলিয়া মাদ্রাসার সভাপতি ও উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোঃ শেখ নজরুল ইসলাম, শৈলদাহ বাকপুর কেরামতিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, দেপাড়া আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আবু ইউসুফ, শেরে বাংলা কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ মোহাসীন রেজা, চিতলমারী উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোঃ মকবুল হোসেন মুন্সী, বড়গুনি মাদ্রাসার মুহাতামিম মাওলানা মোঃ সাখাওয়াত হোসেন, খুলনা বিভাগীয় ওলামালীগের সভাপতি মাওলানা মোঃ ইলিয়াস হোসেন, রফিকুল ইসলাম কওমী মাদ্রাসার মুহাতামীম মোঃ ইব্রাহীম ফারুকী, চিতলমারী উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম রিয়াদ প্রমুখ।