বাগেরহাটের চিতলমারীতে সমন্বিত মাছ ও শামুক চাষের মাধ্যমে জলজ ইকোসিস্টেম সংরক্ষণ ও বিকল্প কর্মসংস্থান প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় উপজেলা সেমিনার হলে নবলোক পরিষদের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার সাইয়েদা ফয়জুন্নেছার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জিল্লুর রহমান রিগান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অসীম কুমার দাস, নবলোকের শাখা ব্যবস্থাপক গৌতম মল্লিক চৌধুরী। কর্মশালাটি সঞ্চালনায় ছিলেন সিনিয়র প্রোগ্রাম অফিসার পুলক চন্দ্র সরকার। এ সময় কর্মশালায় ৬০ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহন করেণ।