বাগেরহাটের চিতলমারীতে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ জুলাই) সকাল সাড়ে ১০টায় এ,কে ফায়জুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেণ নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজাফর মোঃ আলমগীর হোসেন সিদ্দিকী।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিল্যাণ্ড বেতবতী মিস্ত্রী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল হোসেন খান, উপজেলা কৃষি অফিসার মোঃ সিফাত- আল-মারুফ, উপজেলা প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, সমাজসেবা অফিসার মোঃ সোহেল পারভেজ, সহকারী শিক্ষা অফিসার তপন কুমার দেব নাথ, এ.কে ফায়জুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিতুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক শহিদুল ইসলাম লিটন মুন্সি প্রমুখ। উদ্বোধন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন।
টুর্নামেন্টে বালিকাদের মধ্যে বিজয়ী হয়েছে গরীবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালকদের মধ্যে বিজয়ী হয়েছে চৌদ্দহাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।