বাগেরহাটের চিতলমারীতে বাংলাদেশ কৃষক সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) বিকাল ৫ টায় চিতলমারী কেন্দ্রীয় শহীদ মিনারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর পূর্বে বিকাল ৪ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষক সমিতির সহ-সভাপতি কাজী সোহরাব হোসেন। সম্মেলনে উপজেলা কৃষক সমিতির সভাপতি খান সেকেন্দার আলীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক পংকজ রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য ও গণজাগরণ মঞ্চের সংগঠক লাকী আক্তার, বাংলাদেশ ক্ষেত মজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মৃন্ময় মণ্ডল, জেলা সিপিবি সাধারণ সম্পাদক ফররুখ হাসান জুয়েল, কৃষক সমিতির উপজেলা শাখার সহ-সভাপতি শৈলেন্দ্রনাথ বাদল, সাধারণ সম্পাদক সুখময় বিশ্বাস প্রমুখ। সম্মেলনে গণ-সংগীত পরিবেশন করেন উদীচী শিল্পীগোষ্ঠী বাগেরহাট জেলা সংসদের সদস্য সচিব দাস কালিদাস ও তাঁর দল।