বাগেরহাটের চিতলমারীতে জেলা বিএনপি’র অন্যতম সদস্য ও বাগেরহাট-১ আসনে বিএনপি মনোনিত সাবেক এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার শেখ মাসুদ রানা স্থানীয় মহিলা দল ও যুব মহিলা দল নেত্রীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন।
শনিবার (২৯ মার্চ) দুপুর ১২ টায় ব্রহ্মগাতি গ্রামে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও কেন্দ্রীয় বিএনপি নেত্রী রুনা গাজীর বাড়িতে এ ঈদ উপহার বিতরণের আয়োজন করা হয়।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার মাসুদ রানা, উপজেলা বিএনপি’র সদস্য সচিব আহসান হাবীব ঠান্ডু, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রুনা গাজী, উপজেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক শরিফুল হাসান অপু, উপজেলা যুবদলের আহবায়ক জাকারিয়া মিলন, সদস্য সচিব শেখ আসাদুজ্জামান আসাদ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এ্যাডভোকেট শেখ ফজলুল হক, উপজেলা কেন্দ্রীয় মহাশশ্মানের সভাপতি অনুপম সাহাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।