বাগেরহাটের চিতলমারীতে এক কলেজছাত্রীর ফেসবুক আইডি থেকে ধর্মীয় অবমাননাকর পোস্টের প্রতিবাদে সোমবার (২০ জুন) দুপুর ১২ টার দিকে একদল বিক্ষোভকারী থানা ঘেরাও করে। এ সময় বিক্ষোভ কারীদের সাথে পুলিশের দফায় দফায় ধাওয়া পাল্টা-ধাওয়ায় থানা এলাকা রণ ক্ষেত্রে পরিণত হয়।
পুলিশ জানায় , উপজেলার চরডাকাতিয়া গ্রামের সনাতন ধর্মের এক কলেজ ছাত্রীর ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম অবমাননাকর একটি পোস্ট দেওয়া হয়। এ ঘটনায় ওই ছাত্রীকে (১৯ জুন) রাতে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। তবে ওই ছাত্রির দাবী তার ফেসবুক আইডিটি হ্যাকড হয়েছে। বিষয়টি চারিদিকে জানাজানি হলে সোমবার (২০ জুন) দুপুর ১২ টার দিকে একদল বিক্ষোভকারী ওই ছাত্রীর শাস্তি দাবি করে থানা ঘোরাও করে। এ সময় বিক্ষোভ কারীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়ায় থানা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বিক্ষোভ কারীরা ব্যাপক তা-ব চালিয়ে ২টি পুলিশ ভ্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িসহ ৭Ñ৮ টি মোটর সাইকেল ভাংচুর করে। এছাড়া থানা ভবনে ব্যাপক ভাংচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউ- ফাঁকা গুলি চালায়। হামলায় পুলিশসহ কমপক্ষে ২০ জন আহত হয়। আহতদের প্রাথমিক ভাবে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা গ্রহন করেন। এ ঘটনায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
এ ব্যাপারে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার রাশেলুর রহমান জানান, ওই ছাত্রীর ফেসবুক আইডি পরীক্ষার জন্য বিষেজ্ঞদের কাছে পাঠানো হয়েছে। বিক্ষোভকারীদের হামলায় ১২ জন পুলিশ সদস্য আহত হয়েছে। এছাড়া তারা হামলা চালিয়ে পুলিশের ২ টি ভ্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িসহ ১২ টি মোটর সাইকেল ভাংচুর করেছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
চিতলমারী উপজেলা স্বাস্থ্য প. প. কর্মকর্তা ডাঃ মামুন হাসান জানান থানায় সংঘষের ঘটনায় ৯ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।