বাগেরহাটের চিতলমারীতে বিনামূল্যে ২ শতাধিক চক্ষু রোগীকে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সোমবার সকাল ১০ টা থেকে দিনব্যাপী বেসরকারী সংস্থা কোডেক সমৃদ্ধি কর্মসূচির আওয়তায় ও পিকেএসএফ এর অর্থায়নে খাসেরহাট কোডেক কার্যালয়ে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ নাহিদ ফেরদৌসীর তত্ত্বাবধানে বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসা টিম এ চিকিৎসা সেবা প্রদান করেন।
এ সময় রোগীদের বিনামূল্যে ঔষধ ও চশমা প্রদান করা হয়। একই সাথে সংস্থার অর্থায়নে ৫০ জন চক্ষু ছানি রোগীকে গোপালগঞ্জের শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালের অপারেশনের জন্য প্রেরণ করা হয়।