প্রতি বছরের ন্যায় এ বছরও প্রাথমিক শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার স্বীকৃতি স্বরূপ বাগেরহাটের চিতলমারীতে বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশীর নেতৃত্বে বছাই কমিটি কর্তৃক বিভিন্ন ক্যাটাগরীতে চুড়ান্তভাবে নির্বাচিতগণের নাম ঘোষণা করা হয়।
নির্বাচিতদের তালিকায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ক্যাটাগরীতে মনোনিত হয়েছেন এ.কে ফায়জুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিতুল ইসলাম, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা সুরশাইল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যানী রানী বাড়ই, শেষ্ঠ সহকারী শিক্ষক গরীবপুর চরবানিয়ারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনুপ বোস, শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা বেতিবুনিয়া প্রাথমিক বিদ্যালয়ের ঝুমা রায়, শেষ্ঠ কাব শিক্ষক শিবপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী কামরুল, শ্রেষ্ঠ বিদ্যালয় সুরশাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়, শেষ্ঠ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ক্যাটাগরীতে মনোনিত হয়েছেন মানস কুমার তালুকদার ও শ্রেষ্ঠ কর্মচারী ক্যাটগরীতে মনোনিত হয়েছেন অফিস সহকারী বিপ্লব কান্তি দাস।
এ ব্যাপারে চিতলমারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন জানান, চিতলমারী উপজেলায় প্রাথমিক শিক্ষার বিভিন্ন স্তরে ইতিবাচক অবদানের স্বীকৃতি হিসেবে পদক প্রাপ্তদের মনোনিত করা হয়েছে। এ ধরণের প্রতিযোগিতা আগামীতে সকলকে আরো বেশি ভালো কাজে আগ্রহী করে তুলবে। উপজেরা পর্যায়ে মনোনিতরা জেলা পর্যায়ের প্রতিযোগীতায়ও ভালো করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।