বাগেরহাটের চিতলমারীর বড়বাড়িয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের নবগঠিত কমিটির সভাপতি তরুণ শিল্পোদ্যোক্তা সৈয়দ জান্নাত আলী ও সাধারণ সম্পাদক আজগর মোল্লার নেতৃত্বে মোটর সাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১ টায় বড়বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ কার্যলয়ে থেকে শতাধিক মোটর সাইকেলে দলীয় নেতাকর্মীদের নিয়ে ইউনিয়নবাসীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন। শোডাউন শেষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল হোসেন খান, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক শেখ নজরুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক শেখ মাহাতাবুজ্জামেরন সাথে সৌজন্য স্বাক্ষাত করেণ। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর উকিল, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নুহুর আলীসহ দলীয় নেতাকর্মীরা।