চিতলমারী প্রতিনিধি :: সম্প্রতি কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার সাথে জড়িতদের দৃষ্টান্ত শাস্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে চিতলমারী উপজেলা মহিলা আওয়ামী লীগ ও মহিলা যুবলীগের নেতৃবৃন্দ। শুক্রবার সকাল সাড়ে ১০ উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার সাথে জড়িতদের দৃষ্টমূলক শাস্তি দাবী করে বক্তব্য রাখেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হেলেনা পারভীন, সাধারণ সম্পাদিকা সঞ্চিতা সাহা, যুব মহিলা লীগের সভানেত্রী শিবানী বিশ্বাস, সাধারণ সম্পাদিকা ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানে সাবেরা কামাল স্বপ্না। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারী নেত্রী দেবকী মল্লিক, চারুলতা মন্ডল, বিউটি বেগম, লিপি বিশ্বাস, হাসিনা বেগম
প্রমুখ।