সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
চিতলমারীতে মাদকাসক্তের হামলায় কৃষক নিহত ও ওসি সহ দুই পুলিশ গুরুতর আহত | চ্যানেল খুলনা

চিতলমারীতে মাদকাসক্তের হামলায় কৃষক নিহত ও ওসি সহ দুই পুলিশ গুরুতর আহত

বাগেরহাটের চিতলমারীতে পুরনো বিরোধের জের ধরে শাহিন শেখ (২৫) নামের এক মাদকাসক্তের হামলায় কৃষ্ণপদ হীরা (৫০) নামে এক কৃষক নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ আসামী শাহিন শেখ কে আটক করতে গেলে তাদের উপর সে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালালে চিতলমারী থানার ওসি (তদন্ত) মোঃ তরিকুল ইসলাম ও সাব-ইন্সপেক্টর মোঃ রেজাউল করিম গুরুতর আহত হয়।

আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, উপজেলার ডোবাতলা গ্রামের সুন্দর আলী শেখের মাদকাসক্ত ছেলে শাহিন শেখ চরবড়বাড়িয়া গ্রামের কৃষ্ণপদ হীরার গাছ থেকে সুপারি চুরি করলে তাকে হাতেনাতে ধরে তার পিতার কাছে বিচার
দাবি করে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে গত ১৬ সেপ্টেম্বর শনিবার বিকাল ৫ টায় শাহিন শেখ লোহার রড দিয়ে কৃষ্ণ পদ হীরার বাড়ির সামনে এসে তার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলায় কৃষ্ণ পদ হীরা গুরুতর আহত হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার সকাল ৯টায় সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

খবর পেয়ে পুলিশ রবিবার সকাল ১১টার দিকে শাহিন শেখের বাড়িতে অভিযান চালায়। এ সময় শাহিন শেখ ধারালো অস্ত্র নিয়ে পুলিশের উপর ঝাপিয়ে পড়ে। ওসি (তদন্ত) মোঃ তরিকুল ইসলাম ও সাব-ইন্সপেক্টর মোঃ রেজাউল করিম কে কুপিয়ে গুরুতর আহত করলে তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে চিতলমারী থানার ওসি এ.এইচ.এম কামরুজ্জামান জানান, ‘আসামী শাহিন শেখকে আটক করা হয়েছে। তার হামলায় আহত দুই পুলিশ সদস্যকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত কৃষ্ণ পদ হীরার লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।’

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: ডিইএব বাগেরহাট

ফকিরহাটে ঈদুল ফিতর উপলক্ষে ঈদবস্ত্র বিতরণ

ইসরাইলের গণহত্যা ও ভারতে মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে মোল্লাহাটে বিক্ষোভ

ফকিরহাটে ১১ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ভ্যানচালক গ্রেপ্তার

ফকিরহাটে মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

সুন্দরবনে ২০৫ কেজি হরিণের মাংসসহ, শিকারী আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।