বাগেরহাটের চিতলমারীতে পুরনো বিরোধের জের ধরে শাহিন শেখ (২৫) নামের এক মাদকাসক্তের হামলায় কৃষ্ণপদ হীরা (৫০) নামে এক কৃষক নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ আসামী শাহিন শেখ কে আটক করতে গেলে তাদের উপর সে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালালে চিতলমারী থানার ওসি (তদন্ত) মোঃ তরিকুল ইসলাম ও সাব-ইন্সপেক্টর মোঃ রেজাউল করিম গুরুতর আহত হয়।
আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, উপজেলার ডোবাতলা গ্রামের সুন্দর আলী শেখের মাদকাসক্ত ছেলে শাহিন শেখ চরবড়বাড়িয়া গ্রামের কৃষ্ণপদ হীরার গাছ থেকে সুপারি চুরি করলে তাকে হাতেনাতে ধরে তার পিতার কাছে বিচার
দাবি করে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে গত ১৬ সেপ্টেম্বর শনিবার বিকাল ৫ টায় শাহিন শেখ লোহার রড দিয়ে কৃষ্ণ পদ হীরার বাড়ির সামনে এসে তার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলায় কৃষ্ণ পদ হীরা গুরুতর আহত হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার সকাল ৯টায় সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
খবর পেয়ে পুলিশ রবিবার সকাল ১১টার দিকে শাহিন শেখের বাড়িতে অভিযান চালায়। এ সময় শাহিন শেখ ধারালো অস্ত্র নিয়ে পুলিশের উপর ঝাপিয়ে পড়ে। ওসি (তদন্ত) মোঃ তরিকুল ইসলাম ও সাব-ইন্সপেক্টর মোঃ রেজাউল করিম কে কুপিয়ে গুরুতর আহত করলে তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে চিতলমারী থানার ওসি এ.এইচ.এম কামরুজ্জামান জানান, ‘আসামী শাহিন শেখকে আটক করা হয়েছে। তার হামলায় আহত দুই পুলিশ সদস্যকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত কৃষ্ণ পদ হীরার লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।’