ছাত্রজনতার গণঅভুত্থানের পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, ধর্মীয় উপসনালয় হামলা ও সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রতিবাদে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাগেরহাটের চিতলমারীতে শান্তি ও সস্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ আগস্ট) সন্ধ্যা ৭ টায় শ্রী শ্রী কেন্দ্রীয় রাধা গোবিন্দ মন্দির আখড়াবাড়ীতে এ শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপি’র সদস্য রুনা গাজী।
এ সময় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লিমন বিশ্বাস ইউনুসের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র যুগ্ন-আহ্বায়ক শরিফুল হাসান অপু তালুকদার, উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক জাকারিয়া মিলন, সদস্য সচিব শেখ আছাদুজ্জামান আছাদ, উপজেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি টিপু শিকদার প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের সভাপতি প্রবীর সাহা, সাধারণ সম্পাদক তিলক মন্ডল, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোস্ত মাসুদ তালুকদার, সাবেক সভাপতি শেখ ফজলুল হক, জেলা ছাত্র দলের যুগ্ম-সাধারণ সম্পাদক হুমায়ুন শেখ, সহ যুগ্ম-সাধারণ সম্পাদক জহরুল শেখ, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আশরাফুল ইসলাম, ছাত্রদল নেতা মানিক গাজী, সৈয়দ তানভীর হাসান, ইসমাইল শেখ, সজীব শিকদার, লিমন তালুকদারসহ মন্দিরের সদস্য ও বিএনপিসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।