বাগেরহাটের চিতলমারীতে পরানপুর শহীদ শেখ আবু নাসের মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সর্বসম্মতিক্রমে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ মোঃ আশরাফ আলী শেখ বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় সভাপতি মনোনিত হয়েছেন। সোমবার দুপুর ১২ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে কমিটি গঠনকালে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহামন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাব, শিবপুর ইউপি চেয়ারম্যান ওলিউজ্জামান জুয়েল, নবনির্বাচিত সভাপতির সহধর্মীনি ডাঃ খালেদা নাসরিন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অবনী মোহন বসু, সাধারণ সম্পাদক শোয়েল মোল্লাসহ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য ও শিক্ষকবৃন্দ।