বহু কাঙ্খিত স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল করেছেন বাগেরহাটের চিতলমারীর শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। শুক্রবার (২৪ জুন) বিকাল সাড়ে ৫ টায় কলিগাতী বাজার থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের হয়ে বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল হোসেন খান, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ কেরামত আলী, ইউপি চেয়ারম্যান ওলিউজ্জামান জুয়েল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক শামীম চৌধুরী, যুবলীগ নেতা হাসান মোল্লাসহ ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগি ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ।