চিতলমারী প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারীতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার চাচী আম্মা ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের মাতা শেখ রাজিয়া নাসেসের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৩ টায় ১ নং বড়বাড়িয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয় চত্বরে লুভিনাস কার্গো সার্ভিসের স্বত্ত্বাধিকারী সৈয়দ জান্নাত আলী ও নোভা এ্যানিমেল হেলথ লিমিটেডের এমডি সোহেল মাহাদুদের সৌজন্যে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা বেগম স্বপ্না, বড়বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ফকির, আওয়ামী লীগ নেতা মোঃ জাহাঙ্গীর উকিল, সৈয়দ নুহুর আলী, উপজেলা শ্রমীকলীগ সাধারণ সম্পাদক আলী আমর হোসেন মিঠু, ৪ নং ওয়ার্ড আওয়া লীগ সভাপতি শাহাজান ফকির, সাধারণ সম্পাদক সুজীত ম-ল প্রমুখ।