‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে সারা দেশের ন্যায় বাগেরহাটের চিতলমারীর ত্রিপল্লী মাধ্যমিক বিদ্যালয়ে শেখ রাসেলের জন্মদিন ও ডিজিটাল ল্যাবের উদ্বোধন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ১০ টায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদের অংশগ্রহণে র্যালী, আলোচনা সভা, মিষ্টি বিতরণ করা হয়। একই সাথে শিক্ষার্থীদের অংশগ্রহনে কুইজ ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ সময় বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার শেখ রফিকুল ইসলাম তাপস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল রঞ্জন হাজরা, কমিটির বিদ্যোৎসাহী সদস্য শহিদুল হক মুন্সী, সহকারী প্রধান শিক্ষক জিন্নাত আলী মীর, সহকারী শিক্ষক কামরুজ্জামান খান পিকলু প্রমুখ।