সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
চিতলমারীতে শেখ হেলাল উদ্দীন অক্সিজেন ব্যাংকের উদ্বোধন | চ্যানেল খুলনা

চিতলমারীতে শেখ হেলাল উদ্দীন অক্সিজেন ব্যাংকের উদ্বোধন

বাগেরহাটের চিতলমারীতে মহামারি করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় আক্রান্ত রোগীদের জরুরি অক্সিজেন সেবা ও মানবিক সহায়তা প্রদানের লক্ষে ‘ শেখ হেলাল উদ্দীন অক্সিজেন ব্যাংক’ এর যাত্রা শুরু হয়েছে। চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এইচ এম কামরুজ্জামান ও তরুণ সমাজ সেবক মোঃ আল-আমিন (শেখ লিটন) সার্বিক সহযোগিতায় সংগঠনটির আত্ম-প্রকাশ হয়।

মঙ্গলবার রাত ৯ টায় চিতলমারী থানা মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে আনুষ্ঠানিক ভাবে এ অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করেণ ওসি এ এইচ এম কামরুজ্জামান। এ সময় লকডাউনে কর্মহীন বেশ কয়েকজন ব্যক্তিকে মানবিক সহায়তা প্রদান করা হয়।

উদ্বোধনকালে অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন বড়বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বিপ্লব, সেকে- অফিসার সঞ্জয় দে, অক্সিজেন ব্যাংকের পরিচালক আসিফুজ্জামান তিতুমীরসহ সংগঠনের স্বেচ্ছাসেবীবৃন্দ।

এ ব্যাপারে অক্সিজেন ব্যাংকের পরিচালক আসিফুজ্জামান তিতুমীর বলেন, আমরা সম্পূর্ণ বিনামূল্যে হটলাইন কলের (০১৭১১৮৫৭০০২) মাধ্যমে উপজেলার যে কোন প্রান্তে দিন-রাত যে কোন সময় রোগীর বাড়িতে অক্সিজেন পৌঁছে দেব। একই সাথে রোগীকে মানবিক সহায়তাও প্রদান করা হবে।

মোঃ আল-আমিন (শেখ লিটন ) বলেন, দক্ষিণ বঙ্গের উন্নয়নের রূপকার শেখ হেলাল উদ্দীনের নামে প্রতিষ্ঠিত অক্সিজেন ব্যাংকটি সার্বক্ষণিক অসহায় মানুষের পাশে থেকে সেবা করে যাবে।

চিতলমারী থানার ওসি এ এইচ এম কামরুজ্জামান বলেন, মহামারি করোনা পরিস্থিতিতে স্বেচ্ছায় সেবা দানের মানসিকতা নিয়ে বাগেরহাট -১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের নামে এ অক্সিজেন ব্যাংকের নাম করণ করা হয়েছে। এ সংগঠনটি করোনা রোগীদের বিভিন্ন সেবা প্রদান, সচেতনতা সৃস্টিসহ সব ধরণের ভালো কাজে চিতলমারীবাসীর পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

ফকিরহাটে বীর মুক্তিযোদ্ধা শিব প্রসাদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ফকিরহাটে বিষ পানে স্কুল ছাত্রীর বিষ পানে আত্মহত্যা

নিজের বিবেক দ্বারা পরিচালিত হয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করবেন : কেসিসি মেয়র

ফকিরহাটে ফসল কর্তন ও কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজ সংলগ্ন নদী শাসনে বাপাউবোর প্রকৌশলী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।