বাগেরহাটের চিতলমারীর ঐতিহ্যবাহী বিদ্যপীঠ শেরে বাংলা ডিগ্রি কলেজের শিক্ষকদের সাথে গভর্নিং বডির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রুনা গাজীর ঈদ পরবর্তী পুনঃমিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১ টায় কলেজ অধ্যক্ষের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কলেজের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন বিষযে আলোচনা করা হয়। এ সময় বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান কাজী, সহকারী অধ্যাপক মঈনুদ্দিন শেখ, আক্কাজ আলী, চন্দ্র শেখর মিস্ত্রী, খায়রুল ইসলাম প্রমুখ।
সভা শেষে পরিচালনা পরিষদের সভাপতি রুনা গাজীর পক্ষ থেকে কলেজ পরিবারের সকলকে মিষ্টিমুখ করানো হয়।