বাগেরহাটের চিতলমারীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সন্তোষপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুলাই) দুপুরে বিদ্যালয়ের শিক্ষক, ব্যবস্থাপনা কমিটির সদস্য ও অভিভাবকদের পক্ষ থেকে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিক্ষাবিদ পীযূষ কান্তি রায়কে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
এ সময় নবনির্বাচিত সভাপতিও কমিটির অন্যান্য সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সভায় ব্যবস্থপনা কমিটির সভাপতি শিক্ষাবিদ পীযূষ কান্তি রায়ের সভাপতিত্বে বিদ্যালয়ের মানোন্নয়নে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একই সাথে প্রথম সভায় কমিটির সকল সদস্যের সম্মতিক্রমে সন্তোষপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রসুল মাঝিকে কে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনিত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশান্ত কুমার হালদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হরেন্দ্রনাথ শিকদার, শিক্ষক প্রতিনিধি অলোক কুমার মজুমদার, মোঃ মুহাসীন উদ্দীন, লিপি হাজরা, অভিভাবক সদস্য মোতালেব শিকদার, মোশারেফ মাঝি, ব্রজেন্দ্রনাথ মজুমদার, শাহাজাহান তালুকদার, খুকুমনি অধিকারী, দাতা সদস্য সুশান্ত কুমার মজুমদার প্রমুখ।