বাগেরহাটের চিতলমারীতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চিতলমারী সরকারি এস এম মডেল উচ্চ বিদ্যালয়ের ৮৫ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃকিতক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক সাদা কবুতর উড়িয়ে ২ দিন ব্যাপী এ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেণ চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার তাপস পাল।
এ সময় সহকারী শিক্ষক হাফিজুর রহমানের সঞ্চালনায় বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী হিসেবে উপস্থিত ছিলেন শেখ কামরুল ইসলাম, স্বাস্থ্য ক্যাডার ডাঃ মোঃ আল আমিন, ডাঃ সুমন তালুকদার, ডাঃ মুক্তি বিশ্বাস, শিক্ষা ক্যাডার নাজিম শেখ ও সহকারী পুলিশ কমিশনার সাহেদুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব আছাদুল ইসলাম আসাদ, চিতলমারী আলিয়া মাদ্রাসার সুপার মাওলানা ইদ্রিসুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাপস কুমার খান।