বাগেরহাটের চিতলমারীতে সর্বোত্তম গ্রাহক সেবা নিশ্চিতকরণের লক্ষে কাজ করে যাচ্ছে বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির চিতলমারী জোনাল অফিস। সংশ্লিষ্ট সূত্র জানায়, ইতোমধ্যে এ উপজেলার ৭ ইউনিয়নে শতভাগ গ্রাহক বিদ্যুৎ সেবার আওতায় এসেছেন। গ্রাহকদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবারহের লক্ষে চিতলমারী অভিযোগ কেন্দ্রকে জোনাল অফিসে স্থানন্তর, কুড়ালতলা ১০ এমভিএ সাব স্টেশন নির্মান, নতুন করে হিজলা অভিযোগ কেন্দ্র স্থাপনসহ ডুমুরিয়া ১৪ এমভিএ সাব স্টেশন নির্মানের কাজ এগিয়ে চলছে। এছাড়াও উপজেলার সকল এলাকায় বিদ্যুৎ লাইনের সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে। যে কোন প্রাকৃতিক দুর্যোগে বিদ্যুৎ সরবারহ বন্ধ থাকলে তাৎক্ষনিক ভাবে গ্রাহকদের সেবা প্রদানের ২৪ ঘন্টা প্রস্তুত রয়েছে আলোর গেরিলা টিম। বর্তমানে এ উপজেলার ৪০ হাজার ৪শ চুয়ান্ন জন গ্রাহককে সেবা নিশ্চিত করেছে চিতলমারী পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিস।
্এ ব্যাপারে বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতিরি চিতলমারী জোনাল অফিসের ডিজিএম মোঃ শহিদুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশ এখন শতভাগ বিদ্যুতের আওতায় এসেছে। তারই ধারাবাহিকতায় চিতলমারীতেও শতভাগ গ্রাহক কোন প্রকার হয়রানি ছাড়াই বিদ্যুৎ সংযোগ পেয়েছেন। চিতলমারীতে এখন আগের মত লোড সেডিং নেই। বেড়েছে গ্রাহক সন্তুষ্টি।
বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের এলাকা পরিচালক মোঃ আলমগীর হোসেন জানান, বিদ্যুৎ সংক্রান্ত যেকোন পরিসেবা প্রদানের জন্য চিতলমারী পল্লী বিদ্যুতের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী সদা প্রস্তুত রয়েছে।