বাগেরহাটের চিতলমারীতে এলাকাবাসির স্বেচ্ছাশ্রমের বিনিময়ে অস্থায়ীভাবে একটি কাঠের পুল নির্মান করা হয়েছে। একই সাথে জনগুরুত্বপূর্ণ এই পুলটি স্থায়ীভাবে নির্মান করার দাবীতে মানববন্ধন করেছেন ৪ নং শিবপুর ইউনিয়নের কলিগাতী উত্তর পাড়া গ্রাম ও আশ-পাসের এলাকাবাসি।
মঙ্গলবার (১০ জানুয়ারী) বিকাল ৫ টায় কলিগাতী উত্তর পাড়া সড়কে প্রায় তিন শতাধিক নারী-পুরুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করেণ। এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারী ওলিউর রহমান, লিটন মোল্লা, খেলাফত মোল্লাসহ অনেকে জানান, এলাকাবাসির দীর্ঘ দিনের দাবীর প্রেক্ষিতে স্থানীয় জাহিদ শেখের নের্তৃত্বে ৪০-৫০ জন যুবক গত কয়েক দিন ধরে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই পুলটি নির্মান কাজ শুরু করেন। কিন্তু গত ইউপি নির্বাচনের দ্ব›েদ্বর জেরে এলাকার কতিপয় ব্যক্তির মিথ্যা অভিযোগ ও ষড়যন্ত্রের কারণে এই অর্ধেক পথে এসে এই পুলটির নির্মান কাজ বন্ধ হয়ে গেছে। আমরা স্থায়ীভাবে জনগুরুত্বপূর্ণ এই পুলটি নির্মানের জন্য মানববন্ধনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবী জানাচ্ছি।
৪ নং শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান অলিউজ্জামান জুয়েল খলিফা জানান, কলিগাতী মাঠে ট্রাক্টর নেওয়ার ব্যবস্থা না থাকায় স্থানীয় যুবকরা স্বেচ্ছাশ্রমের বিনিময়ে যে কাঠের পুল নির্মানের উদ্যোগ গ্রহণ করেছেন তা প্রসংশার দাবী রাখে। যে কাজটি আরো আগে আমাদের জনপ্রতিনিধিরের করার কথা ছিল তা যুবকরা স্বেচ্ছাশ্রমে করে দেখিয়েছেন। জনগুরুত্বপূর্ণ এই পুলটি স্থায়ী ভাবে নির্মানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়জুন্নেছা জানান, সরজমিনে পরিদর্শন করে পুলটির প্রয়োজনীতা দেখা হবে। জনগুরুত্বপূর্ণ বলে বিবেচিত হলে পুলটি নির্মানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।