বাগেরহাটের চিতলমারীর পূর্ণভূমি কলাতলায় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের একনিষ্ঠ ভক্ত নায়েরী মায়ের মন্দিরে মতুয়া মহা সম্মেলন, কমিটি গঠন, ধর্মালোচনা ও মহৎসব অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মতুয়া মহা সংঘের আয়োজনে গতকাল সকালে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন শ্রীধাম ওড়াকান্দির বর্তমান ছোট মা, মতুয়া সংঙ্ঘাধীপতি সীমাদেবী ঠাকুরানী।
অনুষ্ঠানে মতুয়া প্রমথ রঞ্জন বাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মতুয়া মহাসংঘের সভাপতি শ্রী শ্রী দেব্রত ঠাকুর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মতুয়া মহাসংঘের চিতলমারী উপজেলা শাখার সভাপতি অলোক কুমার বিশ্বাস, বাংলাদেশ অশ্বীনি সেবাশ্রমের সাধারণ সম্পাদক সঞ্জিবন গাইন, বাংলাদেশ পূজা উদযাপ ফ্রন্ট চিতলমারী উপজেলা শাখার সভাপতি অধ্যাপক জহর লাল, কলাতলা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী গাউসুর রহমান প্রমুখ।
মতুয়া সম্মেলন ও ধর্মীয় আলোচনা শেষে নায়েরী মাতা মন্দিরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন বাংলাদেশ মতুয়া মহা সংঘের সভাপতি শ্রী শ্রী দেব্রত ঠাকুর। কমিটিতে সভাপতি পদে মতুয়া বিধান গাইন, সহ-সভাপতি খোকন বিশ্বাস, সুখময় রানা, তপন সমাদ্দার, সাধারণ সম্পাদক সুরেশ চন্দ্র মন্ডল, কোষাধ্যক্ষ পদে ব্রজেন্দ্রনাথ মণ্ডলসহ বিভিন্ন পদে ১০১ জনের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনায় ছিলেন অধ্যক্ষ সুখময় ঘরামী ও সাংবাদিক প্রদীপ মন্ডল।