বাগেরহাটের চিতলমারীতে নারী শিক্ষার পীঠস্থান খ্যাত ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দুই দিন ব্যাপী ৫৩ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক সাদা কবুতর উড়িয়ে দুই দিন ব্যাপী এ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল হোসেন খান ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সুলতানা মল্লিক।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শৈলেন্দ্রনাথ বাড়ৈ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছাঃ কামরুননেছা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল হক মুন্সী, ব্যবস্থাপনা কমিটির সদস্য ইব্রাহীম শেখ, মাহাবুর রহমান, ঠান্ডা ফকির, ইমদাদুল মল্লিক, ঝর্ণা আক্তার প্রমুখ।
এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতাটি পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ শামীম হোসেন।