বাগেরহাটের চিতলমারীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষে বড়বাড়িয়া, কলাতলা ও চিতলমারী সদর ইউনিয়নে আওয়ামী যুবলীগের আংশিক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার চিতলমারী উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক শেখ নজরুল ইসলাম ও যুগ্ম-আহ্বায়ক, শেখ মাহাতাব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ঘোষণাকৃত কমিটির মধ্যে চিতলমারী সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি ইব্রাহীম মুন্সী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইদ শেখ ও ১ নং সদস্য শেখ নজরুল ইসলাম, বড়বাড়িয়া ইউনিয়নের সভাপতি সৈয়দ জান্নাত আলী, সাধারণ সম্পাদক আজগর মোল্লা, কলাতলা ইউনিয়নের সভাপতি সুমন শেখ জিয়া, সহ-সভাপতি নূর ইসলাম সরদার, সাধারণ সম্পাদক শেখ সোহাগ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আলম শেখ। উল্লেখিত কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দিতে বলা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক শেখ নজরুল ইসলাম জানান, ইতোমধ্যে উপজেলার ৭ ইউনিয়নের আওয়ামী যুবলীগের কমিটি গঠন করা হয়েছে। খুব তারাতারি সম্মেলনের মাধ্যমে উপজেলা আওয়ামী যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।