বাগেরহাটের চিতলমারীতে মহামারি করোনার সংক্রামন ও বিস্তার রোধে প্রথম ধাপের ৭ দিনের কঠোর লকডাউন চলাকালে সরকারী বিধি নিষেধ অমান্য করায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৩৪ টি মামলা দায়ের করে ১৩ হাজার পাঁচশত টাকার জরিমান আদায় করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সরকারী বিধি নিষেধ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা, মাস্ক না পরা, কোচিং ক্লাশ পরিচালনা করা ও বিনা কারণে ঘোরা-ঘুরি করার দায়ে এ অর্থদ-াদেশ প্রদান করেণ।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, লকডাউন আরো ১ সপ্তাহ বৃদ্ধি করা হয়েছে। লকডাউন চলাকালীন এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। তিনি মহামারি করোনা ভাইরাসের সংক্রামন ও বিস্তার রোধে সকলকে সরকারী বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানান।