চিতলমারীর ইতিহাস সহ অসংখ্য গ্রন্থের লেখক বেনজীর আহম্মেদ টিপু ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি-রাজিউন)। সোমবার (১৬ মে) সকাল ৬.২০ টায় ঢাকার একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেণ। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক কন্যাসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। ছাত্রজীবনে বেনজির আহম্মেদ টিপু খুলনা বিএল কলেজের ছাত্র ইউনিয়নের সভাপতি ও খুলনা জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি ছিলেন। পেশাগত জীবনে তিনি মাদারিপুর জেলার চরমুগরিয়া মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। আজ সন্ধ্যায় চিতলমারীর কলিগাতি গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।