বাগেরহাটের চিতলমারীতে মধুমতি নদীতে ইঞ্জিন চালিত নৌকায় ভ্রমণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের পরিবারের সদস্যরা। সোমবার বেলা ২ টার দিকে প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়, কন্যা সায়মা ওয়াজেদ পুতুলসহ শেখ পরিবারের সদস্যরা টুঙ্গিপাড়া লঞ্চ ঘাট থেকে শেখ লুৎফর রহমান সেতুর নিচ দিয়ে মধুমতি নদীতে ট্রলার যোগে ভ্রমণ করেন। এ সময় মচন্দপুর ঘাট এলাকায় নদীর পাড় থেকে তাঁদের হাত নেড়ে শুভেচ্ছা জানান চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান, উপজেলা যুবলীগের আহ্বায়ক শেখ নজরুল ইসলাম, কলাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিসকাত আহম্মেদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ, সাধারণ সম্পাদক রবিন হীরাসহ আওয়ামী লীগ ও সহযোগি ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ।