বাগেরহাটের চিতলমারীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শেরে বাংলা ডিগ্রি কলেজে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল একুশের প্রথম প্রহরে চিতলমারী কেন্দ্রেীয় শহীদ মিনার ও কলেজ শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, মঙ্গলবার সকালে জাতীয় পতাকা উত্তোলন ও প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়। এরপর কলেজ মিলনায়তনে এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি পীযূষ কান্তি রায়, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান কাজী, পরিচালনা পরিষদের সদস্য শেখ মাহাতাবুজ্জামান, শেখ কেরামত আলী, শামীম আনোয়ার বাবু, কাজী আবু শাহীন, রিয়াজুল ইসলাম রিয়াদসহ কলেজের অধ্যাপকমণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।