”শিক্ষার্থীদের মেধা ও জ্ঞানের বিকাশ সাধনের লক্ষে চিতলমারীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শেরে বাংলা ডিগ্রি কলেজের বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন হয়েছে। শনিবার দিনব্যাপী শিক্ষার্থীরা বরিশালের চাখারের শেরে বাংলা একে ফজলুল হকের বাড়ি, দুর্গা সাগর দিঘি, ঐতিহ্যবাহী ঘুটিয়া মসজিদ, রূপসী বাংলার কবি জীবননান্দের জন্মস্থান, ঝালোকাঠি ইকোপার্কসহ বিভিন্ন স্থান ভ্রমন করেন। এ সময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মিজানুর রহমান, কলেজ পরিচালনা পরিষদের সদস্য খান মিজানুর রহমান ও শিক্ষা সফর কমিটির আহ্বায়ক চন্দ্র শেখর মিস্ত্রীসহ কলেজের অধ্যাপকমণ্ডলী উপস্থিত ছিলেন। আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সফর শেষে শিক্ষা সফরে অংশগ্রহনকারীরা রাত ৯ টার দিকে চিতলমারীর শেরে বাংলা ডিগ্রি কলেজ চত্বরের ফিরে আসেন।