বাগেরহাটের চিতলমারীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শেরে বাংলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান কাজীর সহধর্মীনি সুলতানা রাজিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪২ বছর। তিনি দীর্ঘ প্রায় ১১ বছর ধরে কিডনি রোগে আক্রন্ত ছিলেন।
বুধবার রাত ১১ টায় খুলনা শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেণ। মৃত্যুকালে তিনি স্বামী ও দুই ছেলেসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার বোয়ালিয়া গ্রামের নিজ বাড়িতে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়।
জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান, চিতলমারী উপজেলা বিএনপি’র আহ্বায়ক মমিনুল হক টুলু বিশ্বাস, সদস্য সচিব আহসান হাবিব ঠান্ডু, জামায়াতে ইসলামী উপজেলা শাখার জামায়েতে আমীর মাওলানা মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান নান্না, হিজলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রহমান গাজী, শেরে বাংলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক শহীদ মীর, সদস্য সচীব ইমরান মিরাজসহ কলেজের পরিচালনা পর্ষদের সাবেক সদস্যবৃন্দ, কলেজের সকল শিক্ষক কর্মচারীসহ এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলামবৃন্দ।