বাগেরহাটের চিতলমারীতে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী হিজলা মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল ৯ টা থেকে বিকাল ৪ পর্যন্ত বিরতিহীন ভাবে বিদ্যালয়ের অভিভাবক শ্রেণির ২শ ভোটারের মধ্য ১৮৮ জন অভিভাবক তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটে হিজলা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কাজী আবু শাহীন মনোনিত প্যানেলের ৩ জন প্রার্থী ও সদ্য সাবেক চেয়ারম্যান কাজী আজমীর আলী মনোনিত প্যানেলের ২ জন প্রার্থী বিজয়ী হন। ভোট গননা শেষে প্রিজাইডিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মোছা: কামরুননেছার পক্ষে ফলাফল ঘোষণা করেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার ভৌমিক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিক্ষাবিদ পীযূষ কান্তি রায়, থানা অফিসার ইনচার্জ (ওসি) এ, এইচ, এম কামরুজ্জামান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা বেগম স্বপ্না, হিজলা ইউপি চেয়ারম্যান কাজী আবু শাহীন, কলাতলা ইউপি চেয়ারম্যান শেখ বাদশা মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম আনোয়ার বাবু, অবনী মোহন বসু, উপজেলা যুবলীগের আহ্বায়ক শেখ নজরুল ইসলাম প্রমুখ।
নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্য পদে শারমিন বেগম ৯৩, কাজী ইকবাল হোসেন ১০৬, কাজী নাজমুল ইসলাম ১০১, শেখ অলিউর রহমান ১০০ ও কাজীঅলিউর রহমান ৯৮ ভোট পেয়ে নির্বাচিত হন।