বাগেরহাটের চিতলমারী উপজেলা পরিষদের ২০২২-২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার ( ৩১ মে) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে এ বাজেট সভা অনুষ্ঠিত হয়। এ সময় চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়ালের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়জুন্নেছা। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দীন, চরবানিয়ারী ইউপি চেয়ারম্যান অর্চনা দেবী বড়াল, বড়বাড়িয়া ইউপি চেয়ারম্যান মাসুদ সর্দার, শিবপুর ইউপি চেয়ারম্যান ওলিউজ্জামান জুয়েল, হিজলা ইউপি চেয়ারম্যান কাজী আবু শাহীনসহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান ও স্থানীয় সাংবাদিকবৃন্দ। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যানের সিএ মোঃ আনোয়ার হোসেন (পারভেজ) আগামী অর্থ বছরের জন্য ৬ কোটি ১৪ লক্ষ ৪ হাজার ৫শ টাকার খসড়া বাজেট উপস্থাপন করেন।