চীনের জেডটিইকর্পোরেশনেরএকটিপ্রতিনিধি দলের সাথে খুলনাসিটিকর্পোরেশন কর্তৃপক্ষের এক মতবিনিময়সভাআজরবিবার দুপুরেনগরভবনেরজিআইজেডমিলনায়তনেঅনুষ্ঠিতহয়। সভায়সভাপতিত্ব করেনসিটি মেয়রতালুকদারআব্দুলখালেক। চীনেরসহযোগিতায়খুলনামহানগরীকে স্মার্ট সিটিহিসেবেগড়ে তোলারলক্ষ্যে কেসিসি’রপূর্ত বিভাগ এ সভারআয়োজনকরে।
সভায়সিটি মেয়রআগতপ্রতিনিধি দলকে স্বাগতজানিয়েবলেন, নগরবাসীদেরসময়োপযোগী ও সার্বক্ষণিক সেবাপ্রদানে কেসিসি কর্তৃপক্ষআন্তরিক। কিন্তু সিটিগভর্ণমেন্টনা থাকারকারণেসমন্বিতভাবে সেবাপ্রদানকরা সম্ভব হয়ে ওঠে না। নাগরিকদেরনিরাপত্তাপ্রদানসহসকলনাগরিক সেবাতাৎক্ষণিক পৌছেদিতেখুলনামহানগরীকে স্মার্ট সিটিহিসেবেগড়ে তোলা দরকার। সিটি মেয়রখুলনামহানগরীকে স্মার্ট সিটিহিসেবেগড়েতুলতেতাদেরসার্বিকসহযোগিতাকামনাকরেন।
কেসিসি’রপ্যানেল মেয়র মো: আলীআকবরটিপু, মেমরীসুফিয়াররহমানশুনু, কাউন্সিলর মো: আনিছুররহমানবিশ্বাষ, প্রধাননির্বাহীকর্মকর্তা (যুগ্ম সচিব) পলাশকান্তিবালা, প্রধানপ্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো: নাজমুলইসলাম, প্রধানবর্জ্য ব্যবস্থাপনাকর্মকর্তাপ্রকৌশলী মো: আব্দুলআজিজ, নির্বাহীপ্রকৌশলীলিয়াকতআলীখান, মশিউজ্জামান খান ও জাহিদ হোসেন শেখ, চীফপ্লানিংঅফিসারআবিরউলজব্বার, আর্কিটেক্ট রেজবিনাখানম, জেডটিইকর্পোরেশনেরসলুশনম্যানেজারলিজিয়াং, জাইন ট্রেড ইন্টারন্যাশনালেরডাইরেক্টরঅপারেশনআব্দুল্লাহআলমামুন, ডিডিই’র প্রেসিডেন্টরাজিভ এইচ চৌধুরী, প্রতিনিধিডাটাম্যাগফুর, কেসিসি’রসহকারীপ্রকৌশলী শেখ মোহাম্মদ হোসেন ও শেখ মো: মাসুদ করিমপ্রমুখসভায়উপস্থিত ছিলেন। খবর ডেস্কঃ