আন্তর্জাতিক ডেস্কঃরহস্যময় করোনা ভাইরাসের কারণে চীন এখন ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন। প্রাণঘাতী এই ভাইরাস চীনের হুবেই প্রদেশের ৩০ কোটিরও বেশি মুরগিকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনে করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করেছে। এর প্রকোপ সবচেয়ে বেশি হুবেই প্রদেশে। এই প্রদেশটির সঙ্গে ইতোমধ্যেই চীনের অন্যান্য শহরের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ফলে প্রাণীদের খাবার সরবরাহ ব্যবস্থাও বন্ধ হয়ে গেছে। এ কারণেই মৃত্যুর শঙ্কায় পড়েছে বিপুল সংখ্যক মুরগি।
প্রাদেশিক সরকারের কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এ সপ্তাহেই শেষ হবে হুবেই প্রদেশের অধিকাংশ খামারের প্রাণীদের খাদ্য। প্রদেশটিতে প্রাণী খাদ্যের জন্য প্রতিদিন এক হাজার ৮০০ টন শস্য ও এক হাজার ২০০ টন সয়ামিল প্রয়োজন হয়। সে হিসাবে ইতোমধ্যেই সেখানে এ ধরনের ৬ লাখ টন খাদ্যের ঘাটতি তৈরি হয়েছে।
পরিস্থিতি বিবেচনায় ইতোমধ্যেই স্থানীয় পোল্ট্রি অ্যাসোসিয়েশন সরকারের কাছে জরুরিভিত্তিতে প্রয়োজনীয় প্রাণী খাদ্য সরবরাহের আহ্বান জানিয়ে চিঠি দিয়েছে। তবে এ ব্যাপারে কর্তৃপক্ষের কাছ থেকে এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি।
আরও পড়ুন : রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়াতে প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
এ দিকে করোনা ভাইরাসে ইতোমধ্যে ২৫৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১১ হাজারের বেশি মানুষ।