চ্যানেল খুলনা ডেস্কঃ চুকনগর বাজারে মঙ্গলবার বিকালে পরিচালিত হয় ভ্রাম্যমাণ আদালত। লাইসেন্সের শর্ত ভঙ্গ, মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখা, মানুষের ওষুধের সাথে গবাদি পশুর ওষুধ একসাথে রাখা, অপরিচ্ছন্ন পরিবেশ ইত্যাদি অপরাধে মেসার্স হায়াতুন্নেসা ফার্মেসিকে ড্রাগ অ্যাক্ট,১৯৪০ এর ২৭ ধারায় ১৫০০০/- অর্থদন্ড অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডে ও ফিজিশিয়ান’স স্যাম্পল রাখার অপরাধে মেসার্স অন্তু ফার্মেসিকে একই ধারায় ২০০০/- অর্থদন্ড অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করা হয়। অর্থদন্ড পরিশোধের পর দুজনকে মুক্তি দেওয়া হয়।
এছাড়া খাস জমির উপর অবৈধভাবে দোকান ঘর উত্তোলনকারী এক ব্যক্তির নিকট থেকে ৩ দিনের মধ্যে অপসারণ করে নিবেন মর্মে মুচলেকা গ্রহণ করা হয়।