সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
চুরি করতে গিয়ে ধরা, ছাত্রদল-যুবদলের চার নেতাকর্মীকে গণপিটুনি | চ্যানেল খুলনা

চুরি করতে গিয়ে ধরা, ছাত্রদল-যুবদলের চার নেতাকর্মীকে গণপিটুনি

নাটোরের সিংড়া উপজেলায় বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরির অভিযোগে ছাত্রদল-যুবদলের ৪ নেতাকর্মীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন বিক্ষুব্ধ জনতা। সোমবার (২৪ মার্চ) রাত ১২টার দিকে সিংড়া উপজেলার উত্তর দমদম এলাকা থেকে ট্রান্সফরমার চুরির সময় হাতেনাতে তাদের আটক করে জনতা।

আটকরা হলেন- উপজেলার বড় চৌগ্রাম এলাকার মৃত মোজাহার আলীর ছেলে ইউনিয়ন যুবদল সদস্য সোহাগ হোসেন বানেস (৩৭), একই এলাকার কুদ্দুস মণ্ডলের ছেলে ইউনিয়ন ছাত্রদল নেতা সালমান বুস (২২), সিংড়ার ছোট চৌগ্রাম এলাকার আনসার আলীর ছেলে যুবদল কর্মী রায়হান (৩৫) ও একই এলাকার হীরকের ছেলে ছাত্রদলের সদস্য আল আমিন (২৫)।

স্থানীয়রা জানান, সিংড়া উপজেলার চলনবিলের মধ্যে উত্তর দমদম এলাকায় একটি বৈদ্যুতিক সেচ পাম্পের কাছ থেকে ট্রান্সফর্মার খুলছিলেন ওই চোর চক্রের সদস্যরা। বিষয়টি বুঝতে পেরে তাদের ধাওয়া করে ধরে ফেলেন। এ সময় চোরদের কাছ থেকে ট্রান্সফরমারের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়। পরে বিক্ষুব্ধ জনতা গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক দাউদার মাহমুদ জানান, দলীয় পরিচয় ব্যবহার করে কেউ যদি এই ধরনের কর্মকাণ্ড করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই চার চোরকে আটক করে থানায় নিয়ে যায়। পরে তাদের চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, নাটোরের সিংড়ার বিভিন্ন এলাকায় গত কয়েক মাসে প্রায় ৪০টির মতো ট্রান্সফরমার ও অনেক সেচ পাম্প চুরির ঘটনা ঘটেছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

কিশোরীকে ধর্ষণের পর হত্যা, তিনজনের মৃত্যুদণ্ড

ঈদের কেনাকাটা করতে গিয়ে সড়কে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

মসজিদ থেকে ৫ লাখ টাকা লুট, সমন্বয়ক গ্রেপ্তার

ধর্ষণচেষ্টার অভিযোগে ভারতীয় নাগরিক আটক

শহিদকন্যাকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১

পিটিয়ে মায়ের হাত-পা ভেঙে ফেলেছে ছেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।