চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সাবেক সভাপতি , ন্যাপ ভাসানীর নগর শাখার সাবেক উপদেষ্ঠা ও উত্তরা ব্যাংকের পরিচালক শেখ জাহিদুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিভিন্ন মসজিদে দিন ব্যাপী কোরআন খানি, জোহরবাদ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। পরিবার ও সংগঠনের পক্ষ থেকে এর আয়োজন করা হয়েছে।
বেলা ১১টায় ন্যাপ ভাষানী ২৪নং ওয়ার্ড শাখার পক্ষ থেকে ওয়ার্ড সভাপতি মো. আজিম হাওলাদারের কাশেম নগর বাড়িতে এক স্মরণ সভার আয়োজন করা হয়। বক্তৃতা করেন সংগঠনের নগর সভাপতি ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল আহমেদ, বিশিষ্ট সমাজসেবী শেখ ফজলুর রহমান, সিনিয়র সহ-সভাপতি শেখ ওবায়দুল হোসেন, সহ-সভাপতি আশিক উস সালেহিন, সাধারণ সম্পাদক মো. মাসুম মৃধা, শেখ আলমগীর হোসেন, ন্যাপ নেতা শেখ রেজওয়ান রিজু, মো. নাজমুল ইসলাম খান, মো. রকিব হাসান, যুবরাজ শেখ মগনীয় ইসলাম ফারহান, শেখ মুিনরুল ইসলাম মনি, মো. শাহাজান খান, আবুল বাশার আবুল, মো. কালিম কোরাইসি, নূর মোহাম্মদ নূর, মো. ইয়াসিন, মো. সোলম, মো. সোহান খান, মো. তারিকুল ইসলাম টিপু, ডা. নূরুল ইসলাম তালুকদার, মো. ইবাদ আলী গাজী, সাজিদ হোসেন মান্নান। বিভিন্ন ওয়ার্ডে শেখ জাহিদুল ইসলামের মৃত্যু বার্ষিকী পালিত হয়। বক্তারা তার কর্মময় জীবনের ওপর আলোকপাত করেন। প্রয়াত শেখ জাহিদুল ইসলাম উত্তরা ব্যাংকের পরিচালক ও দানবীর ছেলেন। তার আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।-খবর বিজ্ঞপ্তি