দিন চারেক পর মাঠে গড়াতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। আসর সামনে রেখে দলগুলো পৌঁছেছে আয়োজক পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে। তবে এর মাঝেই বড় ধাক্কা খেয়েছে এবারের আসরের অন্যতম ফেভারিট নিউজিল্যান্ড।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ খেলছে কিউইরা। উদ্দেশ্য সেরা প্রস্তুতি নিয়ে শিরোপার অন্যতম দাবিদার হয়ে ওঠা। তবে তার আগেই বড়সড় ধাক্কা খেল দলটি। হ্যামস্ট্রিংয়ের চোটে পুরো আসর শেষ হয়ে গেল কিউই পেসার বেন সিয়ার্সের।
নিউজিল্যান্ড ক্রিকেট শুক্রবার এক বিবৃতিতে সিয়ার্সের চোট পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে তারা বলেছে, ‘বুধবার করাচিতে দলের প্রথম অনুশীলনে বাঁ হ্যামস্ট্রিংয়ে একটু ব্যথা অনুভব করেন সিয়ার্স এবং পরে করানো স্ক্যানে দেখা গেছে যে, কিছুটা ছিঁড়ে গেছে। এই চোট থেকে সেরে উঠতে অন্তত দুই সপ্তাহের পুনর্বাসন দরকার।’
সিয়ার্সের পরিবর্তে বৈশ্বিক আসরের দলে ডাক পেয়েছেন জ্যাকব ডাফি, পাকিস্তানে চলতি ত্রিদেশীয় সিরিজের দলে আগে থেকেই আছেন ৩০ বছর বয়সি এই পেসার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাই তাকেই বেছে নিয়েছে কিউইরা।
সিয়ার্সের চোটের হতাশার মাঝে দলটিকে ঘিরে একটা ইতিবাচক খবরও আছে। পাকিস্তানের বিপক্ষে ক্যাচ ধরতে গিয়ে কপালে চোট পাওয়া রাচিন রবীন্দ্রকে শঙ্কা দূর হয়েছে। দলের সঙ্গে হালকা অনুশীলনেও ফিরেছেন তিনি। তবে এখনও কনকাশন প্রটোকল মেনে চলতে হবে তাকে। ধারণা করা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে কোনো বেগ পোহাতে হবে না তাকে। এছাড়াও চলতি ত্রিদেশীয় সিরিজে খেলতে না পারা লকি ফার্গুসন আগামী রোববার করাচিতে আফগানিস্তানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ওয়ার্ম-আপ ম্যাচেই মাঠে ফিরবেন বলে জানা গেছে।