চ্যানেল খুলনা ডেস্কঃমেহেরপুরে ছাগল চুরি করার সময় চোরদের চিনে ফেলায় সবেদা খাতুনকে হত্যা করে চোরচক্র। মাটিতে ফেলে সবেদার পরনের কাপড় দিয়ে গলায় ফাঁস লাগিয়ে এ হত্যাকাণ্ডের ঘটানো হয়। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার সময় প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন, মেহেরপুর পুলিশ সুপার এসএম মুরাদ আলী। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে রাশেদ ও হাজিবুল।
উল্লেখ্য, গত ৩০ অক্টোবর মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামে ছাগল চুরি করতে গিয়ে সবেদা খাতুন নামের এক বৃদ্ধা খুন হন। এ ঘটনায় নিহতের ছেলে হাফিজুল ইসলাম বাদী হয়ে মুজিবনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর মেহেরপুর ডিবি পুলিশ ও মুজিবনগর থানা পুলিশ রাশেদ, হাজিবুল ও নেকবার নামের তিনজনকে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদে রাশেদ, হাজিবুল ও আরও একজন হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। তদন্তের স্বার্থে অপর আসামির নাম প্রকাশ করেনি ডিবি পুলিশ।