চ্যানেল খুলনা ডেস্কঃ ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন আগামী ১৪ সেপ্টেম্বর। এই দু’টি পদের লড়াইয়ে নেমেছে খুলনা বিভাগের পাঁচ নেতা। ছাত্রদলের শীর্ষ নেতৃত্ব বাছাইয়ে নির্বাচনে অংশ নিতে প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। গতকাল মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ছাত্রদলের ৬ষ্ঠ কাউন্সিল উপলক্ষে যাচাই-বাছাই কমিটি এ খসড়া তালিকা প্রকাশ করে।
কেন্দ্রীয় সূত্রে জানা যায়, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৪৫ জন প্রার্থী বৈধতা পেয়েছেন। এর মধ্যে খুলনা বিভাগের পাঁচ নেতা রয়েছেন। এই পাঁচ নেতার মধ্যে সভাপতি পদে ২ জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে যশোরের কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। তিনি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সম্পাদকের দায়িত্বে ছিলেন। এছাড়া বাগেরহাট জেলার হাফিজুর রহমান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সম্পাদক। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে রয়েছেন ৩ জন প্রার্থী। তারা হলেন সাতক্ষীরা জেলার মোঃ আমিনুর রহমান আমিন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি। যশোর জেলার শেখ আবু তাহের ও মোঃ মহিউদ্দিন রাজু। এর মধ্যে তাহের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও রাজু যুগ্ম-সম্পাদক।
এ নির্বাচনে সভাপতি পদে বৈধ ১৫ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে কমিটি। এ পদে মনোনয়ন জমা দিয়েছিলেন ২৭ জন। খসড়ায় স্থান পেয়েছেন কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, মোঃ মামুন খান, আশরাফুল আলম ফকির, মোঃ ফজলুর রহমান খোকন, মোঃ আব্দুল মাজেদ, মাহমুদুল হাসান বাপ্পি, হাফিজুর রহমান, রিয়াদ মোঃ তানভীর রেজা রুবেল, মোঃ এরশাদ খান, মোঃ সুরুজ মন্ডল, মোঃ শামীম হোসেন, সুলাইমান হোসেন, মোঃ ইলিয়াস, এ এম সাজিদ হাসান বাবু, এবিএম মাহমুদ আলম সরদার।
সাধারণ সম্পাদক পদে ৪৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। যার মধ্যে বৈধ তালিকায় স্থান পেয়েছেন ৩০ জন। তারা হচ্ছেন মোঃ জাকিরুল ইসলাম জাকির, মোঃ কারিমুল হাই, মাজেদুল ইসলাম, মোঃ আলাউদ্দিন খান, ডালিয়া রহমান, মোঃ মিজানুর রহমান সজীব, নাজমুল হক হাবিব, ওমর ফারুক শাকিল, মোঃ আমিনুর রহমান আমিন, শেখ আবু তাহের, শাহ নাওয়াজ, মোঃ মহিউদ্দিন রাজু, মুন্সি আনিসুর রহমান, মো, ইকবাল হোসেন শ্যামল, মোঃ জুয়েল হাওলাদার, মোঃ হাসান, মো, মিজানুর রহমান শরিফ, মোঃ রাশেদ ইকবাল খান, মোঃ আরিফুল হক, রিয়াদ মোঃ ইকবাল হোসাইন, মোঃ আজিজুল হক সোহেল, শেখ মোঃ মশিউর রহমান রনি, আব্দুল মোমেন মিয়া, রাকিবুল ইসলাম রাকিব, মোস্তাফিজুর রহমান, মোঃ আবুল বাশার, মোঃ আসাদুজ্জামান রিংকু, সোহেল রানা, কাজী মাজহারুল ইসলাম, এ এ এম ইয়াহ ইয়া।