খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম আসাদুজ্জামান রাসেল ও খুলনা মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য শওকত হোসেন এর আশু সুস্থতা ও রোগমুক্তি কামনা করে দোয়া অনুষ্টিত হয়েছে। শুক্রবার বাদ মাগরিব নগরীর ২৬ নং ওয়ার্ডে অবস্থিত বিহারী কলোনী নূরানীয়া মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল আজিজ, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম, সাবেক যুবনেতা মোর্শেদ আহমেদ রিপন, সেকেন্দার আলী, শামসুল আরেফিন, সরফরাজ মিয়া, শামীম আহমেদ, মাসুদ হাসান লাভলু, আরিফুল ইসলাম টিংকু, ওয়াসিক আহমেদ, ডা. নসির উদ্দীন, মিজান, রিয়াল, মুক্তা, সুমন, ছাত্রলীগ নেতা শেখ নাইমুল ইসলাম তোষী, শুভ, নাইমুল, ইমন, তানভীর, রিফাত, জাহিদ, হাসান, অর্নব সহ ওয়ার্ড যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। খুলনা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ জাহিদুর রহমান জাহিদের আয়োজনে এ দোয়া মাহফিল টি অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে ছাত্রনেতা আসাদুজ্জামান রাসেল ও যুবলীগ নেতা শওকত হোসেন এর আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া প্রর্থনা করা হয়। এছাড়া অপর দিকে গত বৃহস্পতিবার বাদ আসর নগরীর ১৮ নং ওয়ার্ডে মেট্রোপলিটন কলেজ রোড সংলগ্ন মসজিদে হাবিবিতে ছাত্রনেতা আসাদুজ্জামান রাসেল এর সুস্থতা কামনা করে দোয়া অনুষ্টিত হয়। ১৮ নং ওয়ার্ড ছাত্রলীগের আয়োজনে এ দোয়া অনুষ্টিত হয়। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জাকির হোসেন জাহিদ, যুবলীগ নেতা জুয়েল হাসান, মহানগর ছাত্রলীগ নেতা দিদারুল আলম, মাহামুদল ইসলাম সুজন, সোহান হোসেন শাওন, রুমান আহমেদ, বেল্লাল হোসেন, ফাহিম হোসেন আকাশ, রায়হান শিকদার, হাসিব রহমান প্রমুখ।