খুলনা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি তাজমুল হক তাজু’র পিতার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছে খুলনা মহানগর ছাত্রলীগ। এক শোক বিবৃতি খুলনা মহানগর ছাত্রলীগ নেতৃবৃন্দ বলেন আমরা মহানগর ছাত্রলীগ পরিবার গভীর ভাবে শোকাহত, আমরা মরহুমের রুহের মাগফিরাত ও জান্নাত কামনা করছি সাথে সাথে তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। শোক বিবৃতিদাতারা হলেন খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি ও মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন ও মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল সহ বিভিন্ন নেতৃবৃন্দ। উল্লেখ্য যে খুলনা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি তাজমুল হক তাজুর পিতা ডায়াবটিক ও হার্টের সমস্যা জনিত কারনে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর ৪মে দুপুর ২ ঘটিকার সময় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালের তার বয়স হয়েছিলো আনুমানিক ৭৫ বছর ও তিনি অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ছিলেন। তিনি স্ত্রী পুত্র কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে মৃত্যুবরণ করেন। বাদ আসর নামাজের জানাজা শেষে টুটপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।-প্রেস বিজ্ঞপ্তি