সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল করতে হবে : এড. মনা | চ্যানেল খুলনা

ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল করতে হবে : এড. মনা

ছাত্র-জনতাকে গণহত্যা এবং বিএনপি নেতাকর্মীদের গুম ও খুনের হুকুমদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই সরকারের মন্ত্রী-সংসদ সদস্য ও দলীয় নেতাকর্মীদের বিচার বাংলার মাটিতে হবে উল্লেখ করে খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা ভারতের উদ্দেশে বলেছেন, স্বাধীনতা যুদ্ধে সাহায্য করেছেন বলে বাংলাদেশের প্রভু হওয়ার চেষ্টা করবেন না। জনগণের বন্ধু হওয়ার চেষ্টা করুন।

মঙ্গলবার (২০ আগস্ট) বিকাল ৫টায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নগরীতে বনার্ঢ্য র‌্যালী শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি অবিলম্বে ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল করতে হবে।

নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ সভাপতি শফিকুল ইসলাম শাহিনের সভাপতিত্বে ও সাবেক সংগঠনিক সম্পাদক মুনতাসির আল মামুনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপি’র যুগ্ম আহবায়ক বদরুল আনাম, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, সদর থানা বিএনপির আহবায়ক কে এম হুমায়ুন কবীর (ভিপি হুমায়ুন), সদস্য সচিব ফরিদ আহমেদ মোল্লা, খুলনা মহানগর বিএনপি মিডিয়া সেলের আহবায়ক মিজানুর রহমান মিলটন, স্বেচ্ছাসেবক দল সাবেক সভাপতি সাঈদ হাসান লাভলু, আল জামাল ভূঁইয়া, আহসান হাবিব বাবু, নাসির উদ্দিন, হেলাল ফরাজি, ডা. ফারুক হোসাইন, মহিদুল ইসলাম, মো. আলামিন হোসেন, মাজেদুর রহমান তুহিন, মোতালেব শেখ, কামরুল ইসলাম, কামরুজ্জামান রনি, ইয়াসির শেখ, সাইফুর রহমান, রুহেল হাওলাদার, রমজান শেখ, মাসুদ পারভেজ হিরন, তারিফ বিশ্বাস বাবু, ইসলাম খলিফা, ইউসুফ সরদার, আইয়ুব সিদ্দিকী মিলন, রফিকুল ইসলাম বাবু, শাহাদাত হাওলাদার, সাঈদুর রহমান, মামুনুর রশিদ, আম্মার মোড়ল, বিল্লাল হোসেন, মোশারফ হোসেন, হাদিউজ্জামান, জাহিদুল ইসলাম, মানিক সরদার, শেখর রায়, সেলিম মল্লিক প্রমুখ।

এরআগে বিকাল সাড়ে ৪টায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের উদ্যোগে নগরীর রেলস্টেশন এলাকা থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন প্রধান অতিথি।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

সাবেক ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে জখম

পাশাপাশি বিএনপির সভা ও সাবেক সংসদের সংবর্ধনা, সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা

জিয়াকে স্বাধীনতার ঘোষক স্বীকৃতি দেওয়া হয়নি কেন, প্রশ্ন জামায়াত আমিরের

অসহায় মানুষের উন্নয়নে কাজ করছে জামায়াত: গোলাম পরওয়ার

ছাত্রলীগের সাবেক নেত্রী নদীসহ চার জন রিমান্ডে

তারেক রহমানের ছবি ব্যাবহার করে কুপন বিক্রি করায় ফুলতলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবকে শোকজ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।