চ্যানেল খুলনা ডেস্কঃ ইদুল ফিতরের ছুটিতে চারদিন বন্ধ থাকার পর বুধবার (২৭ মে) থেকে অভ্যন্তরীণ বিভিন্ন রুটে কৃষি পণ্য পরিবহনে পুনরায় পার্সেল স্পেশাল ট্রেন চলাচল শুরু হয়েছে। গত ২৩ মে থেকে ২৬ মে পর্যন্ত ঈদের ছুটিতে পার্সেল স্পেশাল ট্রেন চলাচল বন্ধ ছিল।
বুধবার (২৭ মে) বাংলাদেশ রেলওয়ে ঢাকা বিভাগের কন্ট্রোল রুম থেকে ট্রেন চলাচলের বিষয়টি নিশ্চিত করেছে।
কন্ট্রোল রুম থেকে জানা যায়, বুধবার সকাল ৭:৫০ মিনিটে ময়মনসিংহ থেকে একটি পার্সেল স্পেশাল ট্রেন ছেড়ে গেছে এবং সকাল ১১টা নাগাদ কমলাপুর রেলস্টেশন থেকে আরেকটি পার্সেল ট্রেন ছেড়ে গেছে।
বর্তমানে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের বিস্তার রোধে সরকারি নির্দেশনা মোতাবেক বাংলাদেশ রেলওয়ে মালবাহী ট্রেনের পাশাপাশি বিভিন্ন রুটে কৃষকের উৎপাদিত পণ্য পরিবহনের জন্য ১ মে থেকে পার্সেল স্পেশাল ট্রেন চালু করেছে।
বর্তমানে যেসব রুটে পার্সেল ট্রেন চলাচল করছে, সেগুলো হলো- চট্টগ্রাম-সরিষাবাড়ী-চট্টগ্রাম, ঢাকা-ভৈরব বাজার-ঢাকা, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন (পঞ্চগড়)-ঢাকা ও খুলনা-চিলাহাটি-খুলনা।